Wednesday 29 June 2011

দেশের আইনি ব্যবস্থা আজ রাহুগ্রস্ত : বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান



স্টাফ রিপোর্টার

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘দেশের আইনি ব্যবস্থা এখন রাহুগ্রস্ত। নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে এর চর্চা। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।’ তিনি বলেন, ‘তবে আমাদের হতাশ হওয়া উচিত নয়।’উপজাতি আইন বিষয়ক ‘কমপেনডিয়াম অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ল’স অ্যান্ড ইনডিজিনিয়াস পিপলস ইন বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান সদ্য প্রকাশিত বই সম্পর্কে বলেন, ‘যেসব সমস্যা নিয়ে এ বই প্রকাশিত হয়েছে সেসব সমস্যা সারাবিশ্বেই রয়েছে। আদিবাসী বা উপজাতিদের ভূমির ১৬ আনা মালিকানা নিয়ে যে কথা হচ্ছে তা দেয়া সম্ভব নয়। ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে কেউই ভূমির ১৬ আনা মালিকানা দাবি করতে পারে না।’কাপেং ফাউন্ডেশন ও অক্সফাম জিবি আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ সরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা এবং সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না। বইটি সম্পাদনা করেছেন ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, অ্যাডভোকেট প্রতিকার চাকমা ও অ্যাডভোকেট শিরিন লিরা। গতকাল সকালে রাজধানীর পরিকল্পনা একাডেমি মিলনায়তনে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাবেক প্রধান বিচারপতি উপজাতিদের ভূমির ১৬ আনা দাবি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার উদাহরণ দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আদিবাসী বা উপজাতিদের ভূমি অধিকার নিয়ে ২০০ বছর ধরে একাধিক আইন হয়েছে। কিন্তু এখনও নানা সমস্যা রয়েছে। অস্ট্রেলিয়ায়ও এ বিষয়ে আইন হয়েছে। কিন্তু তা কার্যকর করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি বাংলাদেশের জনগণের মধ্যে বিষয়টি নয়ে নতুন করে বিরোধ সৃষ্টি না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের সমঝোতার চেষ্টা করতে হবে।’বিচারপতি এস কে সিনহা প্রকাশিত গ্রন্থ সম্পর্কে বলেন, ‘এটি আইনের বই নয়, ইতিহাস। পণ্ডিত জওহরলাল নেহরুর ‘গ্লিমসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’ বইয়ের উদাহরণ টেনে তিনি বলেন, ‘এ বইটি যেমন মানব সভ্যতার ইতিহাস, আজকে প্রকাশিত বইটিও আদিবাসীদের ইতিহাস। বইটিতে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের কথা যেমন রয়েছে, তেমনি সমতল ভূমির আদিবাসীদের কথাও সংযোজন করতে হবে। তিনি বলেন, অনেক আদিবাসী ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান, বৌদ্ধ হয়েছে। তাদের পারিবারিক সম্পত্তির আইন কেমন হবে সে বিষয়টিও ভাবতে হবে। অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ আদিবাসীদের অধিকারের স্বীকৃতি দিয়েছে। বর্তমান বাংলাদেশ সরকারও তা করবে বলে আশা করছি।রাজা দেবাশীষ রায় বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে প্রথাগত আইন ছাড়াও পারিবারিক আইন রয়েছে। সারাদেশে যে আইন রয়েছে এ অঞ্চলে তা প্রয়োগ করা যায় না। পার্বত্য অঞ্চলে দেওয়ানি কার্যবিধি প্রযোজ্য নয়। তিনি বলেন, পার্বত্য চুক্তির ফলে যে আইন প্রণীত হয়েছে তার কিছু কিছু নিয়ে হাইকোর্টে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে। সংবিধান সংস্কার কমিটি যেসব প্রস্তাব উপস্থাপন করেছে সেখানে মন্দও রয়েছে, ভালোও রয়েছে। তিনি দুঃখ করে বলেন, সংবিধানেআদিবাসীদের উপজাতি বলা হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। আদিবাসী যদি নাই বলা যায় তাহলে সম্মানজনক কিছু বলা হোক। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে একজন আদিবাসীকেও রাখা হয়নি।অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, ‘আদিবাসী ও বাঙালি জাতি গোষ্ঠী উভয়ের জন্যই এ বইটি কাজে দেবে। আমরা সংখ্যাধিক্যের সুযোগে যেন অন্য কোনো গোষ্ঠীর ওপর যেন আইন চাপিয়ে না দেই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অক্সফাম প্রতিনিধি সৈকত বিশ্বাস বক্তৃতা করেন।

শেওড়াপাড়া ও সাভারে ৩ গার্মেন্টে শ্রমিক অসন্তোষ : আহত অর্ধশত : সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর, আটক ১৩













স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর থানার শেওড়াপাড়ায় গতকাল সকালে গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে মিনা ও সুলতানার অবস্থা গুরুতর। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কমপক্ষে ৮টি গাড়ি ভাংচুর করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৫ গার্মেন্ট শ্রমিককে আটক করেছে। এদিকে গতকাল সাভারে দুটি গার্মেন্টে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশের হামলায় আহত হয়েছে অর্ধশত। আটক করা হয়েছে ৮ জনকে। পুলিশ জানায়, বিভিন্ন দাবি নিয়ে শেওড়াপাড়ার এস কিউ গার্মেন্টের কয়েক হাজার শ্রমিক গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাস্তায় নেমে আসে। তারা রাস্তা অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা ওই রাস্তায় চলাচলকারী কমপক্ষে ৮টি যানবাহন ভাংচুর করেছে। এ সময় পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। শ্রমিকরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। ইটপাটকেল নিক্ষেপ করে। মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, গার্মেন্ট শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর চড়াও হলে সামান্য লাঠিচার্জ করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। সকাল ১১টার দিকে পুলিশের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়ে আসে। ঘটনাস্থল থেকে ৫ শ্রমিককে আটক করেছে পুলিশ। সাভার প্রতিনিধি জানান, সাভারে গতকাল দুটি রফতানিমুখী পোশাক তৈরি প্রতিষ্ঠান কবিরপুর এলাকার ত্বো-হা টেক্সটাইল ও কলমা এলাকার হট ড্রেস লিমিটেডে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে ত্বো-হা টেক্সটাইলের বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং হট ড্রেস লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করে। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশত আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ শ্রমিককে আটক করেছে। কারখানা দুটি কাল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, সাভারের কবিরপুর এলাকার ত্বো-হা টেক্সটাইল কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা আদায়ের লক্ষ্যে গতকাল দুপুরে কারখানার ভেতর কর্মবিরতি ও বিক্ষোভ করে। পরে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন চলতি মাসের ১৫ তারিখে দেয়ার ঘোষণা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতরে ভাংচুর চালিয়ে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে অবস্থান নেয়। আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কারখানাটির প্রায় ছয় হাজার শ্রমিক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ব্যাপক লাঠিচার্জ করে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অতিরিক্ত শিল্পাঞ্চল ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের প্রহারে অন্তত ৩৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ শ্রমিককে আটক করেছে। কারখানাটি শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। অপর ঘটনায় সাভারের কলমা এলাকার হট ড্রেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা পিস রেট বৃদ্ধি, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, বেতনের অর্ধেক ঈদ বোনাস, এপিএম নাহিদের অপসারণ ও শ্রমিক নির্যাতন বন্ধসহ ১৪ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা নূর মোহাম্মদ, ডিভিশনাল কর্মকর্তা গোলাম সরওয়ারসহ ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে সাভার থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তারা এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে কারখানার জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম কাল পর্যন্ত কারখানাটি বন্ধ এবং রোববার কারখানাটি খোলা ও বেতন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা শান্ত হয়।জালিয়াত গ্রেফতার : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জালিয়াতির মাধ্যমে হাইকোর্ট থেকে জামিন নেয়ার ঘটনায় মহিউদ্দিন আজাদ রাব্বী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বুধবার রাত পৌনে ১২টায় ডিবি পুলিশ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।ডিবির ডিসি (দক্ষিণ) জানান, গত বছরের ২৪ মার্চ গুলশানে ব্যবসায়ী সাদিকুর রহমান দম্পতি খুন হন। ওই খুনের আসামি রুবেল ও মিথুন চলতি বছরের ১১ জানুয়ারি জালিয়াতির মাধ্যমে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গা-ঢাকা দেয়। এই জালিয়াতচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহিউদ্দিন আজাদ রাব্বীকে গ্রেফতার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।
উল্লেখ্য, জোড়া খুনের ঘটনায় মহিউদ্দিন আজাদ রাব্বী চার্জশিটভুক্ত আসামি। গত ৬ জুন আদালত রুবেল ও মিথুনকে মৃত্যুদণ্ড ও অন্যজনকে যাবজ্জীবন সাজা এবং মহিউদ্দিন আজাদকে অব্যাহতি দিয়ে রায় ঘোষণা করেছেন।