Friday 17 December 2010

জবিতে ছাত্রলীগের হামলায় ৫ ছাত্রদল কর্মী আহত

জবি রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ৫ ছাত্রদল কর্মী আহত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রস্তুতিমূলক শোডাউনে ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মীরা অতর্কিত হামলা করলে এ ঘটনা ঘটে। এদের মধ্যে ছাত্রদলের আসাদুজ্জামান রানাকে গরুতর আহত অবস্থায় সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেয়া কর্মসূচি সফল করতে বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন মানিক গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেয়।
ছাত্রদলে কর্মীরা শোডাউন শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে পৌঁছালে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই অবস্থানরত ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মী সঞ্জীব বসাক, শাহাদাত, সুমন, সাইফ, তানভীর ও আনিসসহ ১৫/২০ জন ছাত্রলীগ কর্মী অতর্কিতে ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ কর্মীদের হামলায় ছাত্রদল কর্মী আসাদুজ্জামান রানা, মিজানুর, পলাশ, ইব্রাহীম কবির ও মোরশেদ আহত হয়। আহতদের স্থানীয় সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রানার অবস্থা গুরুতর।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment