Monday 3 September 2012

পছন্দের প্রার্থীকে নিয়োগ : দেবিদ্বারে প্রকাশ্যে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা করল আ.লীগ ক্যাডাররা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
স্কুলের ম্যানেজিং কমিটির সভা চলাকালে প্রকাশ্যে পিটিয়ে প্রধান শিক্ষককে হত্যা করেছে আওয়ামী লীগ ক্যাডাররা। গতকাল বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত প্রধান শিক্ষকের নাম মো. আকতার হোসেন। আওয়ামী ক্যাডার খোরশেদ কিবরিয়ার নেতৃত্বে কামরুল, মুজিব, সাত্তার খান ও শামীমসহ ১৫-২০ সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। নিহত শিক্ষক আকতার হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। হত্যার আগে আওয়ামী লীগ ক্যাডাররা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। পরে পিটিয়ে হত্যা করে এবং আত্মহত্যা বলে চালিয়ে দিতে মুখে বিষ ঢেলে দেয় বলে জানা গেছে। এ সময় প্রধান শিক্ষককে বাঁচাতে স্কুল কমিটির সভাপতি মো. আজিজ খান এগিয়ে এলে তিনিসহ ৪-৫ জন গুরুতর আহত হন। এ ব্যাপারে নিহত শিক্ষকের ভাই মো. আবেদ হোসেন কুমিল্লা কোর্টে ছোটনা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে খোরশেদ কিবরিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি হত্যামামলা দায়ের করেছেন। নিহত প্রধান শিক্ষক আকতার হোসেন বুড়িচং উপজেলার ময়নামতির জুমুর গ্রামের মৃত খালেকের ছেলে। তিনি ৩ সন্তানের বাবা। ২০১১ সালের নভেম্বরের ১৯ তারিখে দেবিদ্বার উপজেলার ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। তার যোগদানের পর থেকে ওই এলাকার আওয়ামীপন্থী একটি মহল তাদের পছন্দের প্রার্থীকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতে ব্যর্থ হয়ে প্রধান শিক্ষক আকতার হোসেনকে নানাভাবে হয়রানি করতে থাকে। এরই জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী গতকাল বিকালে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলাকালে স্কুলের সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে আওয়ামী লীগ ক্যাডাররা অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ খান জানান, সভা চলাকালে খোরশেদ কিবরিয়ার নেতৃত্বে কামরুল, মুজিব, সাত্তার খান ও শামীমসহ ১৫-২০ জন হামলা চালায়। এদিকে প্রধান শিক্ষক হত্যার প্রতিবাদে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন।

1 comment: