Monday 31 October 2011

নিত্যপণ্যের চড়া দামে মানুষের হাপিত্যেশ

স্টাফ রিপোর্টার
ভালো মানের কাটারিভোগ ৬২-৬৫ টাকা ও নাজিরশাল ৫৬-৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি ১২০ টাকা। ৫০ টাকার কমে কাঁচাতরকারি কেনা যায় না। একইভাবে তেল, চিনি, ডাল, আটা, ময়দাসহ সব পণ্যই চড়া দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে আটা, ময়দা ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। ক্রেতারা জানান, গত কয়েক মাস ধরে কাঁচাতরকারিসহ নিত্যপণ্যের বাজারে অগ্নিমূল্য। তিন বেলা খাবার কিনতেই রোজগারের বেশিরভাগ টাকা ব্যয় হচ্ছে। এতে
নিম্ন ও মধ্যবিত্তের জীবন ওষ্ঠাগত। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ না থাকায় মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। এদিকে রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, একই পণ্য বাজারভেদে ১০-২০ টাকা বেশি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে নেই কোনো তদারকি। সেই সুযোগে বেপরোয়া হয়ে উঠেছেন খুচরা ব্যবসায়ীরা।
রাজধানীর মগবাজারের বাসিন্দা আলমগীর হোসেন সাপ্তাহিক বাজার করতে গতকাল কারওয়ান বাজারে আসেন। তিনি জানান, প্রতি কেজি কাঁচামরিচ ১২০ টাকা, বেগুন মানভেদে ৪৪ থেকে ৫০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, টমেটো ৮০ টাকা, চিচিঙ্গা ৪৪ টাকা, সিম ৭০ টাকা ও ছোট আকারের প্রতি পিস কপি ৩০ টাকা দরে কিনেছেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, বসুন্ধরা কাঁচাবাজার থেকে গতকাল সিম ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, গাজর ৮০ টাকা ও বাঁধাকপি আকারভেদে ৩০-৬০ টাকা দরে কিনেছেন। এ দুই বাজারের কাঁচাতরকারির দাম পর্যালোচনা করে দেখা গেছে, একই শহরের দুই বাজারে প্রতিটি পণ্যের দামের পার্থক্য ১০-২০ টাকা বেশি। দাম বাড়ার কারণ সম্পর্কে সঠিক কোনো জবাব দিতে পারেননি ব্যবসায়ীরা।
রাজধানীর খুচরা বাজারগুলো ঘুরে দেখা গেছে, ভালো মানের নাজিরশাইল প্রতি কেজি ৫৬-৫৮ টাকা, মাধ্যম মানের ৫২-৫৪ টাকা, মিনিকেট ৪৬-৪৮ টাকা, কাটারিভোগ ৬২-৬৫ টাকা, পোলাও চাল ৭০-৮০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। অন্যান্য পণ্যের মধ্যে খোলা চিনি ৬৫ টাকা ও প্যাকেটজাত চিনি ৭০ টাকা, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১২১-১২৪ টাকা, পাঁচ লিটারের বিভিন্ন ব্রান্ডের সয়াবিন তেল ৬০০-৬১০ টাকা, মসুর ডাল ৯০-১০০ টাকা, মধ্যম মানের মসুর ডাল ৮০ টাকা, মুগ ডাল ১২৫-১৩০ টাকা, খোলা আটা ২৮-৩০ টাকা, প্যাকেটজাত আটা ৩৩ টাকা, খোলা ময়দা ৩৮-৪০ টাকা, প্যাকেটজাত ময়দা ৪২ টাকা, পেঁয়াজ ৪২ টাকা দরে বিক্রি হয়েছে।
গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ১৩৫ টাকা দরে। আগে তা ১২৫-১৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। এছাড়া গরুর মাংস ২৭০ টাকা ও খাসির মাংস ৪২০-৪৪০ টাকা। প্রতি হালি ডিমের দাম ২৮ টাকা।

No comments:

Post a Comment