Saturday 28 August 2010

চাঁদা নিয়ে দ্বন্দ্বে রাবিতে নিজ দলীয় কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ

Sat 28 Aug 2010 10:01 PM BdST

রাবি, ২৮ আগস্ট (আরটিএনএন ডটনেট)-- পূর্ব শত্রুতার জের ধরে আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ কর্মীকে ব্যাপক মারধর করেছে ছাত্রলীগের সেলিম-আসাদ গ্রুপের কর্মীরা। আহত ছাত্রলীগ কর্মীর নাম আতিক। সে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগরীর মতিহার থানায় একটি মামলার প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু হল সংলগ্ন চায়ের দোকানে আতিক সিগারেট খাচ্ছিল। এ সময় সমাজ কর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগ কর্মী সেলিমের নাকে ধোঁয়া লাগে।

এ সময় ছাত্রলীগ কর্মী সেলিম আতিককে চরম বেয়াদব বলে মারধর করে। পরে তাকে হলে ডেকে এনে সেলিম-আসাদ গ্রুপের ছাত্রলীগ কর্মীরা দ্বিতীয় দফা বেধড়ক মারধর করে এবং তার নিকট পঞ্চাশ হাজার টাকার চাঁদা দাবি করে। অন্যথায় ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না বলে তারা তাকে হল থেকে বের করে দেয়।

পরে সাধারণ শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে।
এ ঘটনায় আতিক বাদী হয়ে সেলিম ও তার সহযোগিদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

আরটিএনএন ডটনেট/প্রতিবেদক/এফএন/এমআই_ ২১৫৯ ঘ.

No comments:

Post a Comment