Monday 14 June 2010

মেহেরপুরে পৃথক ঘটনায় তিনজন খুন

মেহেরপুরে পৃথক তিনটি ঘটনায় একজন নারীসহ তিন ব্যক্তি খুন হয়েছেন। আজ সোমবার ও গতকাল রোববার এ তিনটি খুনের ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে আজ সোমবার সকাল সাতটার দিকে ৪০ বিঘা জমির মালিকানা নিয়ে মোয়াজ্জেম ও ওয়াজ্জেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মোয়াজ্জেম পক্ষের সমর্থক নুরুল হুদা (৩৬) এর প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়।
ওসি মতিয়ার রহমান জানান, আজ সকালে গাংনী উপজেলার করমদী গ্রামে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দিলে জরিপকারী ডেকে জমির শরিক নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সম্পত্তির শরিক সদস্যরা। একপর্যায়ে এক পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর (৫৫) গুরুতর আহত হন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুই গ্রামেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ দুটি ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিহাদ জানান, আজ সকালে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর কালীগাংনী মাঠ থেকে পুলিশ গলাকাটা অবস্থায় একজন নারীর লাশ উদ্ধার করে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। লাশটি মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

http://www.prothom-alo.com/detail/date/2010-06-14/news/70895

No comments:

Post a Comment