Saturday 5 June 2010

ফের হামলায় আহত ১৪

মোরেলগঞ্জে টেন্ডারবাজি

বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি রাস্তার ২৫ লাখ টাকার টেন্ডার দখল নিয়ে পৌরসভা অফিসে হামলা, ভাঙচুর ও মেয়রসহ পাঁচজনকে মারধরের পর টেন্ডারবাজ চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠেছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়েছে। টেন্ডারবাজ গ্রুপের হাতে বৃহস্পতি ও শুক্রবার ১৪ জন হামলার শিকার হয়েছেন। তাঁরা সবাই পৌর মেয়র মনিরুল হক তালুকদারের সমর্থক বলে জানা গেছে। মেয়র মনিরুল হক জানান, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর ছাবুল আক্তারের নেতৃত্বে কতিপয় টেন্ডারবাজ প্রকাশ্যে তিন দিন ধরে তাঁর কর্মী, সমর্থক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, ভাঙচুর ও তাঁদের মারধর করছে। টেন্ডারবাজ চক্রটি এতই বেপরোয়া হয়ে উঠেছে যে তাদের কারণে রাস্তা, কবরস্থান, মসজিদ, ড্রেনসহ ১০/১১ প্যাকেজের অধীনে পৌরসভার ২৫/৩০টি উন্নয়ন কাজ দিনের পর দিন বন্ধ হয়ে আছে। এমনকি তাদের হুমকির মুখে মোরেলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাসিরউদ্দিন ও উপসহকারী প্রকৌশলী আবু তালেব পৌর অফিস থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
এদিকে মেয়র মনিরুল হকের এসব অভিযোগ অসত্য বলে দাবি করেছেন কাউন্সিলর ছাবুল আক্তার। হামলার ঘটনা কাল্পনিক বলে তিনি উল্লেখ করেন। ছাবুল আক্তার জানান, বেশ কিছুদিন ধরে পৌরসভায় মেয়রের অনুপস্থিতির কারণে কাউন্সিলররা প্যানেল মেয়রকে নিয়ে বরাদ্দের ২৮ টন গম ২০টি বিদ্যালয়ে বিতরণ করেন। এ খবর পেয়ে মেয়র পৌর কার্যালয়ে এসে উপস্থিত সবাইকে গালাগাল করে চলে যাওয়ার পর উত্তেজনার সৃষ্টি হয়। টেন্ডারবাজির কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

http://dailykalerkantho.com/?view=details&type=single&pub_no=185&cat_id=1&menu_id=56&news_type_id=1&index=2

No comments:

Post a Comment