Saturday 5 June 2010

সিরাজগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ | তারিখ: ০৫-০৬-২০১০

সিরাজগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার শহরের এসএস রোড ও ১ নম্বর খলিফাপট্টিতে এ ঘটনা ঘটে।
থানার পুলিশ ও দলীয় সূত্র জানায়, গত বুধবার জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশন হট্টগোলের কারণে পণ্ড হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা কমিটি ঘোষণার দাবিতে মিছিল সমাবেশ করে আসছিলেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দাবি করে স্থানীয় নেতা সাজ্জাদুল হক লোকজন নিয়ে শোডাউন এবং মিছিল বের করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অন্য নেতা জাকির হোসেনের সমর্থকেরা কমিটি ঘোষণার দাবিতে মিছিল বের করেন। মিছিল দুটি শহরের ১ নম্বর খলিফাপট্টির সামনে মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ এসএস রোডে ছড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে। সংঘর্ষের সময় ইটের আঘাতে পুলিশ সদস্য সৌদসহ ছাত্রলীগের হজরত, রাশেদ, রেজাউল, ভুট্টো, সাগর, মালেক, বসির, খোকাসহ ১০ জন আহত হন। জেলা ছাত্রলীগের সভাপতি নূরুল ইসলাম জানান, কমিটি ঘোষণা না হওয়া সত্ত্বেও সাজ্জাদুল হক দলবল নিয়ে শোডাউন করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য সাজ্জাদুল হক ও জাকির হোসেনের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

http://www.prothom-alo.com/detail/date/2010-06-05/news/68588

No comments:

Post a Comment