Thursday 10 June 2010

সিলেটে আওয়ামী লীগের দু'গ্রুপে সংঘর্ষ আহত ১০

সিলেট ॥ সিলেটে আওয়ামী লীগের দু'গ্রম্নপের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় সাংবাদিকের ক্যামেরা ও মোটরসাইকেল ভাংচুর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর জিন্দাবাজর ও চোহাট্টায় এ সংঘর্ষ হয়। শ্রমিক লীগ নেতা ও জালালাবাদ গ্যাস সিবিএ সভাপিত আবু তাহের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ সমর্থিত আওয়ামী লীগ সিলেট সিটি পয়েন্ট থেকে মিছিল বের করে। অপরদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সমর্থিত আওয়ামী লীগ নগরীর আম্বরখানা থেকে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল বের করে। সিটি মেয়র কামরানের নেতৃত্বে মিছবাহ সমর্থিত গ্রম্নপের প্রতিবাদ নগরীর শহীদ মিনার এলাকায় পেঁৗছলে আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেলের নেতৃত্বে বিপরীত দিক থেকে আসা অর্থমন্ত্রী সমর্থিত গ্রম্নপের মিছিল মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরম্ন হয়। পরে সংঘর্ষ বেধে গেলে পুরো জিন্দাবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। লোকজন দোকানপাট বন্ধ করে দিগ্বিদিক ছুটতে থাকেন। এ সময় ছাত্রলীগ ক্যাডাররা বিটিভির ফটোসংবাদিক আশরাফুল আলম নাসেরের ক্যামেরা একুশে টিভির ফটোসংবাদিক এফএম মুন্নার মোটরসাইকেল ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনলে মিছাবহ গ্রম্নপ কেন্দ্রীয় শহীদ মিনারে আশ্রয় নেয়।

http://www.dailyjanakantha.com/news_view.php?nc=14&dd=2010-06-11&ni=21308

No comments:

Post a Comment