Monday 7 June 2010

কেরানীগঞ্জে বালু ব্যবসায়ীকে গুলি

কেরানীগঞ্জে গতকাল রোববার সন্ত্রাসীরা আনিসুর রহমান (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে গুলি করেছেন। তাঁকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনিসুর রহমানের স্ত্রী ঊর্মি আক্তার জানান, আইন্তা এলাকার আলী, সেন্টু ও মহসিনের সঙ্গে তাঁর স্বামী অংশীদারের ভিত্তিতে বালুর ব্যবসা করতেন। তাঁদের কাছে আনিসুরের ৭৫ হাজার টাকা পাওনা রয়েছে। গত শনিবার টাকা চাইতে গেলে তাঁরা আনিসুরকে টাকা দেবেন না বলে জানান এবং আবার টাকা চাইলে দেখে নেওয়ার হুমকি দেন। এর জের ধরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ইদু মিয়ার নেতৃত্বে এক দল সন্ত্রাসী আনিসুরের ওপর হামলা চালায়। তাঁরা আনিসুরকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। একটি গুলি আনিসুরের বাঁ পায়ে বিদ্ধ হয়। স্বামীকে রক্ষা করতে এলে তাঁরা ঊর্মিকেও মারধর করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় আনিসুরের শ্বশুর বাবুল মিয়া থানায় মামলা করেছেন।

http://www.prothom-alo.com/detail/date/2010-06-07/news/69167

No comments:

Post a Comment