Thursday 18 March 2010

ফারুকের বিরুদ্ধে আরও ৫ মামলা সমন জারি

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের নামে অপপ্রচারের অভিযোগ এনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে গতকাল দেশের বিভিন্ন জায়গায় আরও পাঁচটি মামলা হয়েছে। এসব মামলার বাদী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।
গতকাল বগুড়া, মাগুরা, নড়াইল, রংপুর ও পাবনায় পৃথকভাবে দায়ের করা পাঁচ মামলা নিয়ে তার বিরুদ্ধে এ পর্যন্ত ১১ মামলা হলো।
বিরোধীদলীয় চিফ হুইপ ফারুক গত ১১ মার্চ সংসদে বলেন, সজীব ওয়াজেদ অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন এক সংবাদ ব্রিফিংয়েও একই অভিযোগ করেন তিনি।
আমাদের নড়াইল প্রতিনিধি জানান, দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে আলোচিত ১০ হাজার কোটি ডলার ক্ষতি পূরণ মামলার বাদী নড়াইল ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবু ওরফে ঢাকাইলে বাবু এবার মামলা করলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক এমপির বিরুদ্ধে। ২০০৬ সালে তিনি তারেক জিয়ার বিরুদ্ধেও মামলা করেছিলেন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত—বিরোধীদলীয় চিফ হুইপের এই বক্তব্যে জয়ের ১শ’ কোটি টাকার সমান-সম্মান ক্ষুণ্ন হয়েছে অভিযোগ এনে গতকাল বাদী হয়ে নড়াইল ক অঞ্চলের আমলি আদালতে মামলা করেন। বিচারক মুশরাত জেরিন আগামী ৯ জুন আসামিকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সাইফুল ইসলাম বাবু জয়নাল আবদিন ফারুকের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে এ মামলা করেন বলে জানান।
আমাদের মাগুরা প্রতিনিধি জানান, জেলা হাকিম শেখ জালাল উদ্দিনের আদালতে ফারুকের বিরুদ্ধে মামলা করেন জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক হীরক। আদালত এ মামলায় আগামী ১০ মে ফারুককে হাজির হতে বলেছেন। বাদী এনামুল বলেন, ‘সজীব ওয়াজেদ আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণ করে রাজনীতিতে সক্রিয় হওয়ায় ভীত হয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর পরিবারের সম্মান ক্ষুণ্ন করার জন্য জাতীয় সংসদে দাঁড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন ফারুক।
রংপুর প্রতিনিধি জানান, ফারুকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাসেম বিন জুম্মন। এ মামলায় হাকিম নিত্যানন্দ বর্মন আগামী ১৯ এপ্রিল ফারুককে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।
এদিকে বগুড়ায় দায়ের করা মানহানির মামলায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে বগুড়া প্রতিনিধি জানিয়েছেন।
বগুড়া বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেছেন বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। হাকিম মোঃ আনোয়ার হোসেন আগামী ৪ মে এ মামলায় ফারুককে আদালতে হাজির হতে বলেছেন। মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়সহ ৮ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলার বাদী শুভাশীষ সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমানের দুর্নীতি আড়াল করতেই সজীবের বিরুদ্ধে মিথ্যা গল্প বানানো হয়েছে।’
পাবনা থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানি মামলা করেছেন পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ। গতকাল সকালে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম ফারুকের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। ম্যাজিস্ট্রেট আগামী ২১ জুন জয়নাল আবদিন ফারুককে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
এদিকে এ মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পাবনা জেলা বিএনপি। এছাড়াও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
মামলার বিবরণে বলা হয়, বিরোধী দলের চিফ হুইপ সংবাদ সম্মেলন করে বলেছেন, অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে সজীব ওয়াজেদ জড়িত থাকার প্রমাণ আছে। এ সংবাদ দেশের বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ায় সজীব ওয়াজেদের মানহানি এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পারিবারিক ঐতিহ্য নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় বাদীসহ দেশের জনসাধারণের মনে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। এ কারণে ১ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
http://www.amardeshonline.com/pages/details/2010/03/19/23443

No comments:

Post a Comment