Saturday 3 April 2010

টানা ৩০ ঘণ্টার লোডশেডিং : শাবিতে ডোবার পানি দিয়ে তৃষ্ণা নিবারণ

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের চরম অব্যবস্থাপনায় আবাসিক হলগুলোতে টানা ৩০ ঘণ্টার লোডশেডিং ও পানি সঙ্কটে ভোগে প্রায় দু’হাজার ছাত্রছাত্রী। খাবার পানির অভাব পূরণ করতে হলের ডাইনিং ও ক্যান্টিনের পাশের ডোবা থেকে আনা পানি সরবরাহ করা হয় ছাত্রছাত্রীদের। অবশেষে শুক্রবার রাত ১০টায় ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ছাত্রীরা হলগেটে সেম্লাগান দিলে টনক নড়ে প্রশাসনের। ঘণ্টাখানেকের ব্যবধানে বিদ্যুত্ সংযোগ দেয়া হয় ২টি ছাত্র ও ১টি ছাত্রী হলে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল ৫টায় শাবিতে লোডশেডিং শুরু হয়। চলে টানা ৩০ ঘণ্টা। বিদ্যুত্ না থাকায় হলগুলোতে দেখা দেয় পানির সঙ্কট। পরে শুক্রবার সকাল থেকে হলের ডাইনিং ও ক্যান্টিনগুলোতে খাবার পানির সরবরাহ শেষ হয়ে যায়। ছাত্রদের পানির সরবরাহ দিতে বিকল্প ব্যবস্থা হিসেবে ডাইনিং ও ক্যান্টিন পরিচালকরা দ্বিতীয় ছাত্র হলের পাশের ডোবা থেকে আনা পানি খেতে দেয় ছাত্রদের। দ্বিতীয় ছাত্র হলের ওয়ালীউল্লাহ বলেন, ‘পরিত্যক্ত এ ডোবার পানি কতটা স্বাস্থ্যকর সে বিবেচনা জরুুরি নয়, বেঁচে থাকাটাই জরুুরি’। গত বৃহস্পতিবার লোডশেডিং শুরুু হলে তাত্ক্ষণিকভাবে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট ড. রাশেদ তালুকদার হলের বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, তিনি সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছেন।

http://www.amardeshonline.com/pages/details/2010/04/04/25836

No comments:

Post a Comment