Thursday 1 April 2010

পানি নিয়ে কাড়াকাড়ি



Friday, 02 April 2010
স্টাফ রিপোর্টার: রাজধানীতে পানির জন্য হাহাকার থামছে না কিছুতেই। এলাকায় এলাকায় পানি নিয়ে চলছে কাড়াকাড়ি। টানা দুই থেকে তিন দিন পর্যন্ত ওয়াসার পানি যাচ্ছে না কোন কোন এলাকায়। আর এসব এলাকায় ওয়াসার গাড়িতে সরবরাহ করা পানি নিতে গিয়ে প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে লোকজনকে। হুড়োহুড়ি-ঠেলাঠেলি করে সংগ্রহ করতে হচ্ছে খাবার পানি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পানি সংগ্রহের এমন চিত্র। রাজধানীর মগবাজার, মধুবাগ এলাকায় পানি নেই কয়েকদিন ধরে। মাঝে মধ্যে পানি এলেও তাতে আসছে ময়লা আবর্জনা।
ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এ পানি ফুটিয়েও পান করা যায় না। তাই বাধ্য হয়ে পানি কিনে খাচ্ছেন ওই এলাকার মানুষরা। একইভাবে মুগদা এলাকায়ও পানির জন্য হাহাকার চলছে। ওই এলাকার পানিতে দুর্গন্ধ থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না। ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পানিতে দুর্গন্ধ অনেক দিন ধরে। ওয়াসাকে এ বিষয়ে অবহিত করা হলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। পানি সমস্যা বিরাজ করছে মহাখালী এলাকায়ও। এ এলাকার বাসিন্দারা পানির জন্য মিছিল ও মানববন্ধন পর্যনত্ম করেছেন। পুরান ঢাকার বিভিন্ন পাড়া-মহলস্নায় খাবার পানির তীব্র সঙ্কট বিরাজ করছে। ওই এলাকায় সরবরাহ করা পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না বলে ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন। ডেমরা, বাসাইল, বাড্ডা সহ আরও বেশ কিছু এলাকায় পানি সঙ্কটে বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন। মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মাজার রোড এলাকার বাসিন্দারাও নিয়মিত পানি না পাওয়ার অভিযোগ করেছেন। মিরপুর দড়্গিণ পলস্নবী এলাকায় পানি সমস্যা দীর্ঘ দিনের। এ এলাকার বাসিন্দারা অনেক দিন থেকে ওয়াসার গাড়ি থেকে খাবার পানি সংগ্রহ করছেন। গতকাল ওই এলাকায় নতুন করে একটি পাম্প চালু করা হয়েছে বলে ওয়াসা সূত্র জানিয়েছে।

http://www.mzamin.com/index.php?option=com_content&task=view&id=10022&Itemid=83

No comments:

Post a Comment