Tuesday 7 December 2010

ঈশ্বরদীতে রেলের তেল চুরির দায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে রেলের তেল চুরির প্রধান হোতা স্বেচ্ছাসেবক নেতা জামাল উদ্দিন চোরাই তেলসহ গ্রেফতার হয়েছে। গতকাল ভোরে পাবনা ও ঈশ্বরদীর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে উপজেলার শৈলপাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে। সে স্বেচ্ছাসেবক লীগ নেতা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশ ভোর পাঁচটায় ঈশ্বরদীর শৈলপাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে রেলের কিছু তেল আটক করে। তাকেও আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙিনায় মাটির গর্তে ১১টি পলিথিন ব্যাগে রাখা রেলের ৫০০ লিটার হাইস্পিড ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির বিভিন্ন জায়গা থেকে তেল চুরির সরঞ্জাম ও একটি বড় তলোয়ার উদ্ধার করা হয়। জামাল উদ্দিন নিজেকে পৌরসভার ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে দাবি করে। রেল পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ঈশ্বরদী থানা পুলিশ, আমবাগান পুলিশ ফাঁড়ি ও রেলের চালকসহ কিছুসংখ্যক রেল কর্মকর্তাকে নিয়মিত বখরা দিয়ে সে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী লোকো এলাকা থেকে রেলের তেল চুরি এবং পাচার করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।

No comments:

Post a Comment