Friday 17 December 2010

জরিপকালে পদুয়ায় ২৩০ একর জমি দখল করল ভারতীয়রা : সতর্কাবস্থায় বিডিআর

সিলেট ও জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পদুয়ায় গতকাল সন্ধ্যার পর বিএসএফের ছত্রছায়ায় ভারতীয় নাগরিকরা প্রায় ২৩০ একর জমি দখল করে নিয়েছে। তীর ধনুক ও দোনলা বন্দুক নিয়ে প্রায় ৩ শতাধিক ভারতীয় নাগরিক পদুয়া সীমান্তের ১২৭০ থেকে ১২৭১নং পিলার পর্যন্ত প্রায় ২৩০ একর জমি দখল করে সেখানে অবস্থান নেয়। এ সময় বিএসএফ ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। উত্তেজনাকর পরিস্থিতিতে ওই এলাকা থেকে বাংলাদেশীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র যাচ্ছে। এ ঘটনায় বিডিআর সতর্কাবস্থায় রয়েছে। এর আগে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির আওতাধীন ১২৭০ থেকে ৭১নং মেইন পিলারের ৪এস পর্যন্ত জরিপ কাজ হয়। সকাল সাড়ে ১০টায় উভয় দেশের ভূমিসংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এবং বিডিআর-বিএসএফের উপস্থিতিতে এলাকাবাসীর বিক্ষোভের মধ্য দিয়ে বেলা পৌনে ৪টা পর্যন্ত চলে জরিপ কাজ। কিন্তু এ সময় জরিপ কাজে কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান নেয় সীমান্তের পান্তুমাই, উত্তর প্রতাপপুর, হাজীপুরসহ কয়েকটি গ্রামের অর্ধ-সহস্রাধিক কৃষক। এ সময় বিক্ষুব্ধ কৃষকরা জরিপ কাজ বন্ধ রাখার জন্য বিক্ষোভ প্রদর্শন করে। জরিপ চলাকালে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ছিল সতর্কাবস্থায়। বিএসএফের প্রায় সহস্রাধিক সদস্য মোতায়েন করা হয় পদুয়া ও আশপাশের অপদখলীয় ভূমিতে। এ সময় সীমান্ত পিলার যে স্থানে আছে সেখান থেকেই জরিপ কাজ চালানোর দাবি জানায় কৃষকরা। বিক্ষুব্ধ কৃষকরা জরিপ কাজের সময় বাংলাদেশের ভূখণ্ডে বিএসএফের উপস্থিতির তীব্র প্রতিবাদ জানান। পান্তুমাই গ্রামের মদরিছ আলী জানান, আমার বাড়ির ওপর দিয়ে জরিপ হতে দেব না। কৃষক সরফ উদ্দিন জানান, ৪০ বছর থেকে পদুয়া সীমান্তঘেঁষা আমার রেকর্ডীয় জায়গায় নির্বিঘ্নে চাষাবাদ করতে পারছি না বিএসএফের কারণে। ১২৮৪-এর পূর্বাংশে জরিপ কাজ শুরু হলে এলাকাবাসী প্রতিবাদ করতে থাকলে বিএসএফ শক্তিবৃদ্ধি করে অস্ত্র উঁচিয়ে অবস্থান নেয়। এ সময় সিলেট ২১ রাইফেলস ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড মেজর আবদুল্লাহ্ আল-মামুন ভূঁইয়া ও সিলং ১ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শেখর গুপ্তা, দু’জন মিলে চলমান জরিপ প্রক্রিয়া স্বাভাবিক রাখতে, স্থানীয় বাসিন্দাদের সংযত থাকতে বৈঠকে মিলিত হন। কিন্তু গোবিন্দ্র সিংয়ের বাধারমুখে চলমান যৌথ কমিশনের ভূমি জরিপ কাজ করা সম্ভব হয়নি। একপর্যায়ে গোবিন্দ সিংয়ের ইন্ধনে ভারতীয় নাগরিকরা দলবদ্ধ হয়ে ২৩০ একর জমি দখল করে নেয়। এ কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে বিএসএফ। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

No comments:

Post a Comment