Friday 10 December 2010

প্রধান বিচারপতি আ’লীগ কর্মীর ভূমিকা পালন করছেন : ব্যারিস্টার রফিক


স্টাফ রিপোর্টার
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, প্রধান বিচারপতি আওয়ামী লীগ দলীয় কর্মীর ভূমিকা পালন করছেন। একইসঙ্গে তিনি সরকারের তাঁবেদার আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করছেন। গতকাল সুপ্রিমকোর্টে আগাম জামিন বন্ধের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন। অ্যাডভোকেট জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মীর মো. নাছির উদ্দিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট খালেদা আক্তার পান্না, অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এমপি প্রমুখ।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে। বিরোধী রাজনৈতিক দল ও মতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ এনে মামলা করছে। সারাদেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে সরকার। একমাত্র উচ্চ আদালতই হচ্ছে নির্যাতিত রাজনৈতিক নেতাকর্মীদের আশ্রয়স্থল। অথচ উচ্চ আদালতে আগাম জামিন বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় এসে আইনের শাসন ও স্বাধীনতার কথা বলে চারটি মিডিয়া বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনে নিতে চাচ্ছেন। এটা কখনও হতে দেয়া যাবে না। এ সরকারের আগে আরও বহু সরকার দেশে ছিল। কোনো সময়ই আদালতকে সরকার প্রভাবিত করেনি। ওয়ান-ইলেভেনের সরকারসহ স্বৈরাচারী এরশাদ সরকারের আমলেও উচ্চ আদালত স্বাধীনভাবে কাজ করেছে। অথচ এখন উচ্চ আদালতকে সরকারের তল্পিবাহক হয়ে কাজ করতে বাধ্য করা হচ্ছে। বর্তমান সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। তাদের আগাম জামিনও বন্ধ করে দেয়া হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, মিথ্য মামলা প্রত্যাহার করুন। নইলে আগাম জামিনের ব্যবস্থা করুন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর নাছির উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে দুর্নীতি, দুর্ভিক্ষ, দুর্দশা, দুর্দিন নেমে আসে। এসব সমাধান না করে তারা সুপ্রিমকোর্টকে নিজেদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে ব্যস্ত হয়ে পড়েছে। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ড. ইউনূস নোবেল পুরস্কার পেয়ে সারা বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের এটা সহ্য হচ্ছে না। এ কারণেই তারা ড. ইউনূসকে নিয়ে মিথ্যাচার করছেন।

No comments:

Post a Comment