Tuesday 7 December 2010

সিলেট সীমান্তে ভারতীয়দের ধান কাটা অব্যাহত



জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তের আমস্বপ্নপুর ও জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকায় বিডিআর-বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে। বাংলাদেশের ভেতরে প্রবেশ করে ভারতীয় ৭০-৮০ নাগরিক কয়েক বিঘার পাকা ধান কেটে নিয়ে গেছে। এসময় বিডিআর নীরব ভূমিকা পালন করেছে।
জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তে আমস্বপ্নপুর ও জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকায় ভারতীয় নাগরিকরা বিএসএফের
সহযোগিতায় গত ৪ দিন ধরে ১২৭৭নং-এর ২এস ও ৩এস পিলারসংলগ্ন এলাকায় সীমান্তের ২শ’ গজ ভেতরে প্রবেশ করে ধান কাটা অব্যাহত রেখেছে। গত রোববার ভারতীয়রা ধান কাটতে নামলে বিডিআর জওয়ানরা একাধিকবার তাদের বাধা দেয় এবং বাধা উপক্ষো করে বিএসএফের সহযোগিতায় ধান কাটা অব্যাহত রাখে। এর পর থেকে সীমান্তে বিডিআর-বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে। বিডিআর ওপর মহলের নির্দেশের অপেক্ষায় রয়েছে। ওপর থেকে তেমন কোনো সাড়া না পাওয়ায় বিডিআর শক্ত অ্যাকশনে যেতে পারছে না।
এদিকে নানকিং ক্যাম্পসহ অন্যান্য সীমান্তের ক্যাম্পগুলোতে বিএসএফ নতুন নতুন ব্যাঙ্কার খনন ও সৈন্য বৃদ্ধি করছে বলে সীমান্ত সূত্রে জানা যায়। বিএসএফের পাশাপাশি ভারতীয় নাগরিকরা তীর, ধনুক ও আগ্নেয়াস্ত্র নিয়ে সীমান্তে অবস্থানে রয়েছে। বিডিআর ভারতীয় নাগরিকদের হ্যান্ডমাইক দিয়ে ওপারে চলে যেতে বারবার অনুরোধ করে এবং বিএসএফকে মিট পতাকা নিয়ে তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার অনুরোধ করে। বিএসএফ ও ভারতীয় নাগরিকরা এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি বরং বিডিআরের প্রতি অশালীন ভাষা ব্যবহার করে। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এলাকার লোকজন আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিচ্ছে। কৃষকরা তাদের কষ্টার্জিত সোনালি ফসল ঘরে তুলতে না পেরে এখন দিশেহারা

No comments:

Post a Comment