Friday 10 December 2010

কক্সবাজারে বনের জমি দখল করছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা



আনছার হোসেন কক্সবাজার

কক্সবাজারে ‘কারিগরি কলেজ ও ক্রীড়া কমপ্লেক্স’ গড়ে তোলার নামে ব্যক্তি মালিকানাধীন বনজ বাগানের গাছ কেটে জমি দখল করছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার কমল। বৃহস্পতিবার শতাধিক গাছ ও পাহাড়ি টিলা কেটে ওই বনজ বাগান এলাকায় রাস্তাও তৈরি করা হয়েছে। এমনই অভিযোগ তুলেছেন বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহবুবুর রহমান চৌধুরী। এ ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইমুম সরওয়ার কমল সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি কলেজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, নিজের জন্য কিছু করছি না।’
বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কাছে রামু উপজেলার ধলিরছড়ার পানিরছড়া ঢালা এলাকায় স্থানীয় জনসাধারণ সাত একর জমিতে বনজ বাগান গড়ে তুলেছে। তাছাড়াও তিনি নিজে এবং মুহিব্বুল মোক্তাদির তানিম ও সাহেদা ইয়াসমিনের নামে ওই এলাকার ২৪ একর টিলা শ্রেণীর জমি বনজ বাগানের জন্য বন্দোবস্ত পেতে আবেদন করা হয়েছে। ১০ বছর আগে করা ওই জমির জন্য প্রস্তাবনা দেয়া হয়েছে, যা এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ‘আমাদের দেয়া প্রস্তাবিত সাত একর জমি সরকারি দলের প্রভাব খাটিয়ে জবরদখলের চেষ্টা করা হচ্ছে।’ স্থানীয় অধিবাসী বশির উল্লাহ ও নুরুল আজিম জানান, গত বুধবার সকাল থেকে মাইকে প্রচার করা হচ্ছে শুক্রবার দুপুরে ‘কারিগরি কলেজ ও ক্রীড়া কমপ্লেক্সের সাইনবোর্ড’ উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ‘কক্সবাজার-৩ (সদর-রামু) সংসদীয় আসনে মহাজোট মনোনীত প্রার্থী ও সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার কমল।’
তারা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই জোয়ারিয়ানালা মৌজার ওই জমিতে ব্যক্তি মালিকানায় গড়ে তোলা বনজ বাগানের গাছ ও পাহাড়ি টিলার মাটি কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। জোয়ারিয়ানালা গুচ্ছগ্রাম এলাকার অধিবাসী মোস্তাক আহমদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে ওই বাগানের শতাধিক ইউকিলিপটাস, মিজিয়াম ও সেগুন গাছ কেটে ফেলা হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির হেলালী, মোহাম্মদ পেটান প্রকাশ পেটাইন্যা ও ‘সন্ত্রাসী’ শামসুল আলমের নেতৃত্বে একদল লোক এ গাছ কেটে রাস্তা নির্মাণ করেছে। বিএনপি নেতা মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ‘মাইকে প্রচার করা হচ্ছে কারিগরি কলেজ ও ক্রীড়া কমপ্লেক্সের সাইনবোর্ড উদ্বোধন করা হবে। কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ড উদ্বোধনের মতো ঘটনা হতে পারে আমার কখনই জানা ছিল না।’ এদিকে ‘কথিত কলেজ প্রতিষ্ঠার আড়ালে সবুজ বনায়ন ধ্বংস ও পাহাড় কর্তন করে পরিবেশ বিনষ্টে’র বিরুদ্ধে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় চার ব্যক্তি। এরা হলেন— রামু জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা বশির উল্লাহ, নুরুল আজিম, মোস্তাক আহমদ ও শেখাব মিয়া। সোনালী ব্যাংকের পরিচালক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাইমুম সরওয়ার কমল জানান, তিনি সরকারি জমিতে

No comments:

Post a Comment