Friday 10 December 2010

সরকারের অপকর্মের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়তে হবে : মাওলানা ইসহাক


স্টাফ রিপোর্টার
খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশ, ইসলাম ও জনগণের স্বার্থবিরোধী বর্তমান সরকারের জুলুম-অপকর্মের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য পৃথিবীতে খেলাফত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাই একমাত্র সমাধান। তিনি বলেন, ১৯৮৬ সালের ৮ ডিসেম্বর এক ঐতিহাসিক প্রেক্ষাপটে দেশের হক্কানি ওলামায়ে কেরাম ও দীনদার বুদ্ধিজীবীদের সমন্বয়ে খেলাফত মজলিস আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে। বর্তমানে সারাদেশে সংগঠনের বিস্তৃতি ও মজবুতির মাধ্যমে খেলাফত মজলিস এগিয়ে যাচ্ছে। লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত এবং জনগণের সার্বিক মুক্তি না আসা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
গতকাল খেলাফত মজলিসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিজয়নগরের কার্যালয়ে দুপুরে খেলাফত মজলিস ঢাকা মহানগর সভাপতি মাওলানা নোমান মাজহারির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় দফতর সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, মহানগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক খন্দকার সাঈফ উদ্দিন আহমদ, প্রচার সম্পাদক আমির আলী হাওলাদার, মোহাম্মদ ইউনুস খান, খন্দকার জিয়া উদ্দিন প্রমুখ।

No comments:

Post a Comment